ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গাদিরে খুমের আলোকে ইন্টারনেটের মাধ্যমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার উত্তরপত্র বুধবার তথা ২৩শে অক্টোবরের মধ্যে প্রেরণ করতে হবে এবং জার্মানে বসবাস কৃত অধিবাসীদের পুরস্কার প্রদান করা হবে।
আগ্রহী ব্যক্তি মণ্ডলী প্রতিযোগিতার উত্তরপত্র news@izhamburg.com ঠিকানায় প্রেরণ করতে পারবেন।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বিজয়ীদের বৃহস্পতিবার তথা ২৪শে অক্টোবরে হ্যামবুর্গ ইসলামী সেন্টারের পক্ষ থেকে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।
http://fa.izhamburg.com/mitteilungen/948 আগ্রহী ব্যক্তি মণ্ডলী এই ঠিকানায় ফার্সি ভাষায় প্রশ্নপত্র সংগ্রহ করতে পারেন!
1305195