IQNA

ইইউ-এর নিকটে আরব মানবাধিকার সংস্থার প্রস্তাব;

আমিরাত এবং সৌদি আরবে অস্ত্র বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি

17:50 - July 02, 2018
সংবাদ: 2606114
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের নিকটে যুক্তরাজ্যের আরব মানবাধিকার সংস্থা আহ্বান জানিয়েছেন।

 

বার্তা সংস্থা ইকনা: যুক্তরাজ্যের আরব মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে সৌদি আরবে অস্ত্র রপ্তানি স্থগিত করার ব্যাপারে বেলজিয়াম সরকারের সিদ্ধান্তের স্বাগত জানিয়েছে। এব্যাপারে এই সংস্থা বলেছে: এই সিদ্ধান্তের অর্থ হচ্ছে মানবাধিকারের মূলনীতি ও মূল্যবোধের বিজয়। এভাবে যদি অন্যান্য দেশও সৌদি আরবে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তারা আর নিরীহ মানুষকে হত্যা করতে পারবে না।

এই বিবৃতিতে বলা হয়েছে: বিগত কয়েক বছর ধরে সৌদির নেতৃত্বে ইয়েমেনের যে হামলা চালানো হয়েছে, তাতে ৩৮৫০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এরমধ্যে ২০৪৯ জন শিশু এবং ২০৬০ জন নারী রয়েছে।

আরব মানবাধিকার সংস্থা বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের নিকটে আহ্বান জানিয়েছে এই ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল দেশ যেন সৌদি আরবে অস্ত্র নিষেধাজ্ঞার আইন প্রণয়ন করে।

iqna

 

captcha