বার্তা সংস্থা ইকনা: আবু মাহদী মুহান্দেসী বলেন: বর্তমানে ইরাকে দায়েশের ২০ থেকে ২৪ হাজার সৈন্য রয়েছে। এরমধ্যে প্রায় ৬ হাজার বিপজ্জনক সৈন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত রয়েছে। এসকল সন্ত্রাসীরা এখনও ইরাকের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি এবং হত্যা সহ অন্যান্য সন্ত্রাসীমূলক কাজ চালিয়ে যাচ্ছে।
বাসিজের উপদেষ্টা বলেছেন: ইরাকের যেসকল মরুভূমি দায়েশের দখলে ছিল, বিশেষ অপারেশনের মাধ্যমে সেগুলো মুক্ত করা হয়েছে। তিনি ইরাকের শক্তিশালী নিরাপত্তা ডিভাইসকে এই কঠিন টিউমার নির্মূল করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ইরাকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নিধন করতে সেদেশের নিরাপত্তা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবী জনপ্রিয় সংহতি বাহিনী বাসিজ একাত্মভাবে সাহায্য করেছে। বর্তমানে বাসিজ বাহিনী ইরাকের আসাবিক এলাকায় তাদের অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণ করছে। এব্যাপারে বাসিজের উপদেষ্টা আবু মাহদী মুহান্দেসী বলেন: জনপ্রিয় সংহতি বাসিজের সাথে জড়িত যেসকল ব্যক্তি বা দল আবাসিক এলাকায় অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করছে, তারা এসকল অস্ত্র ও গোলাবারুদ ইরাকি বিচার বিভাগে জমা দেবে। কারণ এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবন্ধ রয়েছি। এই বার্তা দেওয়ার পর তিনি ইরাকে দায়েশের সদস্যদের সংখ্যার কথা উল্লেখ করেন এবং নিরাপত্তা বাহিনী ও সরকারের নিকটে দায়েশকে সম্পূর্ণরূপে নির্মূল কর একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
iqna