IQNA

রাশিয়ায় ইমাম জাফর সাদীকের (আ.) শাহাদতের শোকানুষ্ঠান

21:38 - July 08, 2018
সংবাদ: 2606160
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র আহলে বাইতের (আ.) ৬ষ্ঠ পুরুষ এবং ইমামতি ধারার ৬ষ্ঠ মাসুম ইমাম হচ্ছেন হযরত জাফর সাদীক (আ.)। তাই এ শোকাবহ দিনকে স্মরণ করে আজ (৮ম জুলাই) সন্ধ্যায় মুসলিম জাহানের পাশাপাশি রাশিয়ার মস্কোয় শোক মজলিস ও আযাদারী অনুষ্ঠিত হবে।

 



বার্তা সংস্থা ইকনা: আজ রাতে মস্কোয় অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের অন্তর্গত "খাতামুল আম্বিয়া" মসজিদে আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে এই শোক মজলিস ও আযাদারী অনুষ্ঠিত হবে।
শোক মজলিস স্থানীয় সময় ২১:৩০শে শুরু হবে। ইমাম জাফর সাদীকের (আ.) শাহাদতের এবং তাঁর মহিমান্বিত জীবনাদর্শের উপর আলোচনা করা হবে।
এছাড়াও দোয়া-এ-কুমাইল, মর্সিয়া, এবং নওহাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইমামতি ধারার ৬ষ্ঠ ইমাম হযরত ইমাম জাফর সাদীকের (আ.) শোকাবহ শাহাদত দিবস হচ্ছে ২৫শে শাওয়াল মোতাবেক ৯ই জুলাই মঙ্গলবার।
ইমাম জাফর সাদীক (আ.) হলেন রাসূলের (সা.) পবিত্র আহলে বাইতের (আ.) ৬ষ্ঠ পুরুষ এবং ইমামতি ধারার ৬ষ্ঠ মাসুম ইমাম। তিনি ১৪৮ হিজরিতে ৬৫ বছর বয়সে ২৫শে শাওয়ালে শাহাদত বরণ করেন।

 

captcha