বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি আজ তার স্ত্রী কার্লা ব্রুনির সাথে লেবাননে প্রবেশ করেছেন।
"বাইত আদ-দিন" ফেস্টিভালে অংশগ্রহণ করার জন্য তারা এই সফর করেছে। এই ফেস্টিভাল আগামীকাল সকালে উদ্বোধন হবে।
বৈরুতের রাফিক আল-হরিরি বিমানবন্দরের আনুষ্ঠানিক প্রাসাদে লেবাননে ফরাসি রাষ্ট্রদূত "ব্রুনো ফুশাহ" এবং "বাইত আদ-দিন" ফেস্টিভালের আয়োজক কমিটির প্রধান "নুরা জাম্বালাত" সারকোজি ও তার স্ত্রীকে স্বাগত জানিয়েছে।
উল্লেখ্য, নিকোলাস সারকোজি ২০০৭ এবং ২০১২ সাল পর্যন্ত ফরাসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
iqna