IQNA

হাজিদের মাঝে জমজমের সাড়ে ৭০ লাখ পানির বোতল বিতরণ

0:02 - August 08, 2018
সংবাদ: 2606408
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর হজ মৌসুমে হাজিদের মধ্যে জমজমের সাড়ে ৭০ লাখ পানির বোতল বিতরণ করা হবে।


বার্তা সংস্থা ইকনা: জমজম কমপ্লেক্স অফিসের তত্ত্বাবধায়নে এসকল পানির বোতল বিতরণ করা হবে।
সৌদি আরবের মক্কা ও জেদ্দার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাজিদের মাঝে এসকল পানির বোতল বিতরণ করা হবে। মক্কায় হাজিদের প্রবেশ অথবা হজ শেষে নিজ দেশে ফেরার পথে এসকল পানি বিতরণ করা হবে।
জমজম কমপ্লেক্স অফিসের কর্মকর্তাগণ বলেছেন: এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ১৩০ জনের অধিক ভলান্টিয়ারকে এই দুই শহরে প্রেরণ করা হয়েছে।
গতবছর হাজিদের মাঝে জমজমের ৩০ লাখ পানির বোতল বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর হজ মৌসুমে পবিত্র কাবা ঘড়ের পাশে জমজমের কুপের পানি পান করার জন্য লক্ষ্য লক্ষ্য হাজি সেখানে উপস্থিত হন।
iqna

 

captcha