বার্তা সংস্থা ইকনা: শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখের এই মন্তব্য ইসরাইলের সঙ্গে সৌদি আরবের ক্রমবর্ধমান সুসম্পর্কের ইঙ্গিত হতে পারে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
ইসলামিবিষয়ক মন্ত্রী আরও বলেন, আমরা যতদূর জেনেছি ইসরায়েল মুসলিম হজযাত্রীদের হজ পালনে সৌদি আরবে আসা নিষিদ্ধ করেনি। যদিও একটি মুসলিম দেশ নিজ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে।যদিও সৌদি মন্ত্রী সেটি কোন দেশের কথা বলেছেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি প্রতিবেশী রাষ্ট্র কাতারকে ইঙ্গিত করেই এ মন্তব্য করেছেন। অন্যদিকে কাতারের অভিযোগ, তাদের নাগরিকদের হজ পালনে বাধা দিচ্ছে সৌদি আরব। এদিকে, সৌদি মন্ত্রীর মন্তব্যের ভিডিওটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে রিটুইট করে ইসরায়েল সরকার বলেছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এবার ইসরাইলের ৪ হাজার মুসলিম নাগরিক পবিত্র স্থানে হজ পালন করেছেন। উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বে এক বছরের বেশি সময় ধরে কাতারের বিরুদ্ধে অবরোধ জারি আরোপ করা হয়েছে।