বার্তা সংস্থা ইকনা: উক্ত সেমিনার "ইসলামে রহমত ও ক্ষমতা" শিরোনামে ২২শে আগস্ট ৭৬টি দেশের ৫০০ জন আলেম ও চিন্তাবিদদের উপস্থিতিতে মিনায় অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইসলামী কেন্দ্রের ইউরোপীয় অর্গানাইজেশনের একটি প্রতিনিধি দল এই শীর্ষ সেমিনারে অংশগ্রহণ করেছে।
ইসলামী কেন্দ্রের ইউরোপীয় অর্গানাইজেশনের প্রতিনিধি টিমের ১৫ জন আলেম ও মুবাল্লিগ ইসলামি বিশ্ব ইউনিয়নের বার্ষিক সেমিনারে অংশগ্রহণ করেছে।
ইসলামি বিশ্ব ইউনিয়নের মুখপাত্র আদেল আল-হারাবী বলেন: এই সেমিনারে মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামি উম্মতের জাগরণ এবং তত্ত্ব ও বৈজ্ঞানিক ক্রিয়াকলাপের কাঠামোর মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধান করা।
iqna