IQNA

প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছে;

পাকিস্তানি পত্রিকায় ইমাম আলী (আ.)এর ফজিলত

23:42 - September 02, 2018
সংবাদ: 2606612
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের "সালার" পত্রিকায় ইমাম আলী (আ.)এর ফজিলতের (গুণাবলী) আলোকে "ফাজায়েলে বাবুল এলম, আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)" প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার রেল লাইনে বাধা দিচ্ছে আমেরিকা
বার্তা সংস্থা ইকনা: পবিত্র ঈদে গাদীর উপলক্ষে পাকিস্তানের কোয়েটার 'সালার" পবিত্রায় এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছে।"ফাজায়েলে বাবুল এলম, আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)" প্রবন্ধটি আহলে সুন্নত ও শিয়াদের গ্রহণযোগ্য গ্রন্থ থেকে বিভিন্ন দলীল পেশ করে ইমাম আলী (আ.)এর ফজিলত বর্ণনা করা হয়েছে।
লেখক এই প্রবন্ধে ইমাম আলী (আ.)এর জন্মগ্রহণের ঘটনা বর্ণনা করেছে। তিনি শিয়া ও সুন্নী হাদীস থেকে প্রমাণ করেছেন যে, ইমাম আলী (আ.) পবিত্র কাবা ঘরে জন্ম গ্রহণ করেন। এছাড়াও ঈদে গাদীরের দিনে সকল হাজীদের সামনে হযরত মুহাম্মাদ (সা.)এর উত্তরাধিকার হিসেবে ইমাম আলী (আ.)কে পরিচয় করিয়ে দিয়েছেন, এ ব্যাপারেও ব্যাপারে লেখক আহলে সুন্নত ও শিয়াদের বিভিন্ন দলীল উপস্থাপন করেছেন।
"ফাজায়েলে বাবুল এলম, আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)" প্রবন্ধের শেষে লেখক ইমাম আলী (আ.)এর বিভিন্ন ফজিলত ও গুণাবলী বর্ণনা করেন।
iqna

 

captcha