IQNA

মালয়েশিয়ায় পবিত্র ঈদে গাদির পালিত

22:27 - October 21, 2013
সংবাদ: 2606715
আন্তর্জাতিক বিভাগ: আসন্ন পবিত্র ঈদে গাদির উপলক্ষে মালয়েশিয়ার মুহেব্বানে রাসূল (সা.) এসোসিয়েশনের পক্ষ থেকে ২২শে অক্টোবরে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পূর্ব এশিয়ান ছাত্র এসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, উক্ত উৎসব অনুষ্ঠান মালয়েশিয়ার মুহেব্বানে রাসূল (সা.) এসোসিয়েশনের মিলনায়তনে ২২শে অক্টোবর স্থানীয় সময় ১৯:৩০ থেকে ২১:৩০ ঘটিকা পর্যন্ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উক্ত উৎসব অনুষ্ঠানে সকল আহলে বাইয়েত ভক্ত এবং প্রেমীদের নিমন্ত্রণ করা হয়েছে।
1305603
captcha