বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের মানবিক সমন্বয়কারী অফিস (OCHA) ঘোষণা করেছে: নাইজারের কলেরা প্রাদুর্ভাবে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং ৫৫ জনেরও বেশি নিহত হয়েছে।
উক্ত সংস্থা আরও ঘোষণা করেছে, নাইজারের দক্ষিণাঞ্চলীয় মেরাদি শহরে জুলাই মাসের ১ তারিখ থেকে কলেরার প্রাদুর্ভাব শুরু হয়। বর্তমানে দসো টাউ এবং জাইন এলাকায় এই রোগ বিস্তার লাভ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মস থেকে এ পর্যন্ত ২৭৫২ জন কলেরায় আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার দক্ষিণ মরুভূমির পার্শ্ববর্তী দেশসমূহে কলেরা রোগের প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে।
২০১৭ সালে আফ্রিকার ১৭টি দেশে প্রায় দেড় লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৩ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
iqna