IQNA

আফগানিস্তানে তালেবান হামলা হতাহত ১২

23:53 - October 06, 2018
সংবাদ: 2606920
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশের বেশ কয়েটি গ্রামে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে তিনজন নারী এবং একজন শিশু নিহত হয়েছেন।


আফগানিস্তানে তালেবান হামলা
বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের কান্দাহার প্রদেশের খাওগিয়ানী, ইসহাকজী এবং লিসওয়ালী গ্রামে হামলা চালিয়েছে। তবে সন্ত্রাসীরা নিরাপত্তা কর্মীদের সম্মুখীন হয়।
আফগানিস্তানের পুলিশ এয়ার ফোর্সের সাহায্য চাই। কারণ তালেবানের সন্ত্রাসীরা স্থানীয়দের বাড়ীতে পালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় বেশ কয়েক জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এই হামলার ফলে তিনজন নারী ও একজন শিশু নিহত হয়েছেন। এছাড়াও সাতজন নারী ও একজন শিশু আহত হয়েছেন। এদিকে তালেবানের সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন জন পাকিস্তানের নাগরিক রয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত কান্দাহার প্রদেশ সেদেশের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর।
iqna

 

 

captcha