IQNA

পবিত্র কুরআন পুনর্মুদ্রণে স্বাগত জানালো উজবেকিস্থানের জনগণ

23:50 - October 10, 2018
সংবাদ: 2606957
আন্তর্জাতিক ডেস্ক: উজবেকিস্থানে তৃতীয় বারের মতো পবিত্র কুরআন পুনর্মুদ্রণের জন্য স্বাগত জানিয়েছে সেদেশের জনগণ।

খাশোগির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করল তুরস্কবার্তা সংস্থা ইকনা: উসমান ত্বাহা বর্ণমালায় প্রিন্টকৃত পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসমুহ উজবেকিস্থানের "হেলাল নাসর" পাবলিশিং হাউস থেকে বিক্রয় করা হচ্ছে। তৃতীয় বারের মতো প্রিন্টকৃত পবিত্র কুরআন ক্রয় করার জন্য উজবেকিস্থানের জনগণদের পূর্বে ন্যায় দীর্ঘ সময় ধরে লম্বা লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে।
উজবেকিস্থানে অবস্থিত ইরানী কালচারাল অ্যাটাশে জানিয়েছেন, জনগণের আগ্রহ দেখে চতুর্থ বারের মতো পবিত্র কুরআনের ৫০ হাজার পাণ্ডুলিপি পুনর্মুদ্রণ করা হবে।
উল্লেখ্য, উজবেকিস্থানে উসমান ত্বাহা বর্ণমালায় পবিত্র কুরআনের পাণ্ডুলিপির প্রথম থেকে তৃতীয় প্রিন্টের সময় ১০ হাজার কপি করে প্রিন্ট করা হয়েছে। উজবেক প্রকাশনা বাজারে এটি একটি অভূতপূর্ব ঘটনা।
iqna

captcha