বার্তা সংস্থা ইকনা: শোকপালন শেষে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ঈমানদার যুবকদের পবিত্র হৃদয়, সৎ মনোবৃত্তি ও নির্মল বিশ্বাস ঐশী কল্যাণপ্রাপ্তির ক্ষেত্র সৃষ্টি করে। ইরানি জাতি যাতে তাদের ইসলামি ও বিপ্লবী মহান লক্ষ্য অর্জনে সফল হতে পারে সেজন্য এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন।
শোকানুষ্ঠানে কারবালার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে প্রখ্যাত বক্তা হুজ্জাতুল ইসলাম সাদি বলেন, শত্রুদের মোকাবেলায় সত্যপন্থীদের বিজয় অবশ্যম্ভাবী।
ইরানের সর্বত্রই আজ আরবাঈন উপলক্ষে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।