IQNA

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ইমাম হুসাইনের (আ.)'র চেহলামের শোকানুষ্ঠান

13:49 - November 03, 2018
সংবাদ: 2607101
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর অংশগ্রহণে মঙ্গলবার তেহরানে ইমাম হুসাইন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন পালিত হয়েছে। তেহরানে ইমাম খোমেনি (রহ.) হোসাইনিয়াতে শোকানুষ্ঠানে তিনি অংশ নেন। উক্ত শোকানুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা দেশের হাজার হাজার ছাত্র-ছাত্রী।

বার্তা সংস্থা ইকনা: শোকপালন শেষে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, ঈমানদার যুবকদের পবিত্র হৃদয়, সৎ মনোবৃত্তি ও নির্মল বিশ্বাস ঐশী কল্যাণপ্রাপ্তির ক্ষেত্র সৃষ্টি করে। ইরানি জাতি যাতে তাদের ইসলামি ও বিপ্লবী মহান লক্ষ্য অর্জনে সফল হতে পারে সেজন্য এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন।
শোকানুষ্ঠানে কারবালার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে প্রখ্যাত বক্তা হুজ্জাতুল ইসলাম সাদি বলেন, শত্রুদের মোকাবেলায় সত্যপন্থীদের বিজয় অবশ্যম্ভাবী।
ইরানের সর্বত্রই আজ আরবাঈন উপলক্ষে শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।

iqna

captcha