IQNA

শারজাহে "ইসলামী বিশ্ব এবং ইউরোপের মধ্যে সম্পর্ক" শীর্ষক প্রদর্শনী

23:41 - November 15, 2018
1
সংবাদ: 2607238
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহে ১৫ই নভেম্বর "ইসলামী বিশ্ব এবং ইউরোপের মধ্যে সম্পর্ক" শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। উক্ত প্রদর্শনীয় ২০১৯ সালের ২৭শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

শারজাহে বার্তা সংস্থা ইকনা: শারজাহ মিউজিয়াম অ্যাসোসিয়েশন এই শহরের ইসলামিক সভ্যতা মিউজিয়াম প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে "ইসলামী বিশ্ব এবং ইউরোপের মধ্যে সম্পর্ক" শিরোনামে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন।
এই প্রদর্শনীর মূল বিষয় হচ্ছে ইসলামী ইতিহাসের মূলনীতি, অন্যান্য সমাজে তার প্রভাব এবং বিভিন্ন সমাজের মানুষের মধ্যে সাধারণ সাংস্কৃতিক যোগাযোগ।
এই প্রদর্শনী বৃহস্পতিবার (১৫ই নভেম্বর) বার্লিন আর্ট মিউজিয়ামের সহযোগিতায় শুরু হয়েছে। উক্ত প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে: ইউরোপ ও মুসলিম সভ্যতার মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ইসলামী বিশ্ব ও অন্যান্য সমাজের মধ্যে সম্পর্ক, অন্যান্য ধর্মের উপর এই সম্পর্ক প্রভাব এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আধুনিক সমাজ গঠনের ভূমিকা।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
njqecoqt
0
0
20
captcha