IQNA

ওমানে তিনটি কুরআনিক কেন্দ্রের উদ্বোধন

21:39 - November 22, 2018
সংবাদ: 2607311
আন্তর্জাতিক ডেস্ক: ওমানে পবিত্র কুরআনের জামিয়াত সেদেশের যুবক ও কিশোরীদের জন্য তিনটি নতুন কুরআনিক কেন্দ্র উদ্বোধন করেছে।

বার্তা সংস্থা ইকনা: নতুন প্রজন্মদের ধর্মীয় ও কুরআনিক শিক্ষা প্রদানের লক্ষে ওমানে পবিত্র কুরআনের জামিয়াত এসকল কুরআনিক কেন্দ্র উদ্বোধন করেছে।
কুরআনিক কেন্দ্রসমূহ চালু করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সেদেশের যুবক-যুবতীদের ধর্মীয় শিক্ষা ও কুরআন তিলাওয়াত এবং কুরআন হেফজের ব্যবস্থা চালু করা।
উল্লেখ্য, ওমানের পবিত্র কুরআনের জামিয়াত বিভিন্ন সময়ে সেদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মসজিদ, লাইব্রেরীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম ব্যক্তির ব্যক্তিত্ব গড়ে তুলতে কুরআনের প্রভাব, যুবক ও কিশোরদের কুরআন শিক্ষা দেওয়ার পদ্ধতি, কুরআনের চিকিৎসা ও বৈজ্ঞানিক অলৌকিক কাজ, কুরআন মজীদের বিস্ময়কর অলৌকিক ঘটনা এবং কুরআনের সঙ্গে জীবন যাপন করার আলোকে বক্তৃতা পেশ করেন।
এই জামিয়াত কিশোর-কিশোরীদের শিক্ষায় কুরআনের ভূমিকা এবং পবিত্র কুরআনে শিশুদের অধিকারের আলোকে বিভিন্ন সেমিনার করে থাকে।
এছাড়াও শুদ্ধ ও সঠিক পন্থায় কুরআন তিলাওয়াত শেখার জন্য এবং পবিত্র রমজানের আহকামের আলোকে শিক্ষামূলক ভিডিও ক্লিপও তৈরি করে।
iqna

 

 

 

captcha