IQNA

মসজিদে নির্বাচনী প্রচারণায় তুর্কি নাগরিকদের প্রতিবাদ

23:51 - November 23, 2018
সংবাদ: 2607327
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীগণ নির্বাচনী প্রচারণার জন্য পবিত্র স্থান মসজিদকে অপব্যবহার করছে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে মসজিদকে অপব্যবহার করার দরুন তুরস্কের মুসল্লিরা ও নাগরিকগণ প্রতিবাদ জানিয়েছে।

মসজিদে নির্বাচনী প্রচারণায় তুর্কি নাগরিকদের প্রতিবাদবার্তা সংস্থা ইকনা: জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীগণ নির্বাচনী প্রচারণার জন্য মসজিদে তাদের ব্যানার স্থাপন করেছে। এধরনের প্রচারণার জন্য সেদেশের মুসল্লিরা ও নাগরিকগণ প্রতিবাদ জানিয়েছে।
তুরস্কের নাগরিকগণ প্রার্থীদের এধরণের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছেন: মসজিদ ইবাদতের স্থান, রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়।
নির্বাচনী প্রচারাভিযান শুধুমাত্র মসজিদে ব্যানার স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; ব্ল্যাক সমুদ্র উপকূলীয় শহরগুলোর মধ্যে একটি শহরের মসজিদের পেশ ইমাম মসজিদের মিম্বারকে তারা নির্বাচনের প্রচারণার জন্য ব্যবহার করেছেন।
এছাড়াও তুরস্কের ইয়ালোভা প্রদেশের 'চিফতালিক কু' শহরের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী "সারহাত তাইয়ির" শুক্রবার জুমার নামাজকে তার নির্বাচনী প্রচারণার জন্য ব্যাবহার করেছে।
তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীরা তাদের প্রাথমিক নির্বাচনী প্রচারণার অনেক তাড়াতাড়ি শুরু করেছে। সেদেশের স্থানীয় এবং মেয়র প্রার্থীর নির্বাচন ২০১৯ সালের ৩১শে মার্চে অনুষ্ঠিত হবে।
iqna

 

 

captcha