 বার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতের বিভিন্ন শহরের হুসাইনিয়া ও মসজিদসমূহে গতকাল থেকে (২৫শে নভেম্বর) উক্ত মাহফিল শুরু হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ভারতের বিভিন্ন শহরের হুসাইনিয়া ও মসজিদসমূহে গতকাল থেকে (২৫শে নভেম্বর) উক্ত মাহফিল শুরু হয়েছে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভারতের হুসাইনিয়া ও মসজিদসমূহ সুসজ্জিত করা হয়েছে। নয়া দিল্লি, আমোরহাহ, মোজাফ্ফরনগর, লাকনু, মিরুদ, আলিগার, কাশ্মীর, কারগিল ও মুম্বাইয়ের বিভিন্ন হুসাইনিয়া ও মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন বক্তাগণ হযরত মুহাম্মদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর ব্যক্তিত্বের আলোকে বক্তৃতা পেশ করেছেন। এছাড়াও তারা মুসলিম ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেছেন।
iqna


