বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার মানবাধিকার ওয়াচ ঘোষণা করেছে, ঘোষণা করেছে, দায়েশ তথা আইএসের সন্ত্রাসীরা ইরাক সীমান্তের নিকট থেকে সিরিয়ার ১৩৫০ জন নাগরিককে বন্দি করে। দুই মাস পূর্বে এসকল বন্ধীদের মধ্য থেকে ৭০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে।
ফুরাত নদীর তীরে সিরিয়ার "হাজিন" মিনিটাউনের পাশে একটি ছোট এলাকা দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। আমেরিকার সহযোগিতায় প্রতিরক্ষা ইউনিটের নেতৃত্বে সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী চলতি মাসে দায়েশ নিধন অপারেশনের জন্য উক্ত এলাকায় প্রবেশ করেছে।
সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর কমান্ডার মাজলুম কুবানী বলেন: এই এলাকায় দায়েশের ৫ হাজার জঙ্গি উপস্থিত রয়েছে। এদের মধ্যে অধিকাংশই বিদেশী নাগরিক। আমার মনে হয় তাদের আত্মসমর্পণ করার ইচ্ছা নেই।
iqna