IQNA

উত্তর প্রদেশে নামাজ আদায়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা

3:21 - December 26, 2018
সংবাদ: 2607617
আন্তর্জাতিক ডেস্ক: পার্কসহ সর্বসাধারণের চলাচলের স্থানগুলোকে ধর্মীয় কোনো কাজে ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের উত্তর প্রদেশের নয়ডা রাজ্যের পুলিশ।

বার্তা সংস্থা ইকনা: নয়ডা রাজ্যের বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কর্মীরা সাধারণত কমিউনিটি পার্কে জুমার নামাজ আদায় করতেন। প্রতিষ্ঠানগুলোকে পুলিশ জানিয়ে দিয়েছে, তারা যেন তাদের কর্মীদের কমিউনিটি পার্কে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করে। পুলিশের বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, যদি কোনো প্রতিষ্ঠানের কর্মী এ নিয়ম ভঙ্গ করেন, তবে তার দায় প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।
পুলিশের এ আদেশ জারির পর রাজ্যের প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছে। এছাড়া তারা এ আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে।
পুলিশের এ আদেশ নয়ডার প্রধান শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ার পর দেখা দিয়েছে উত্তেজনা। উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পুলিশ জানিয়েছে, তাদের আদেশ কোনো সুনির্দিষ্ট ধর্মকে কেন্দ্র করে নয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু হিন্দু ধর্মাবলম্বী নয়ডার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশের (এসএসপি) কাছে অভিযোগ করেছে, উন্মুক্ত স্থানে নামাজ পড়ার ফলে এ অঞ্চলে শান্তি বিঘ্নিত হচ্ছে। তাদের এ অভিযোগের পরই যেসব প্রতিষ্ঠানের কর্মী পার্কে নামাজ পড়ছেন, সেগুলোকে শনাক্ত করা শুরু হয়। গত সপ্তাহে অন্তত ১২টি বহুজাতিক প্রতিষ্ঠানকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
যদিও নয়ডার এসএসপি অজয় পাল জানিয়েছেন, কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে এ উদ্যোগ গ্রহণ করা হয়নি।
iqna

 

captcha