বার্তা সংস্থা ইকনা: বর্তমানে আফগানিস্তানে ১৫ হাজার মার্কিন সেনা রয়েছে। এসকল সেনারা "নিষ্পত্তিমূলক সমর্থন" নামক একটি মিশনের মাধ্যমে আফগান বাহিনীর প্রশিক্ষণ, সহায়তা ও পরামর্শের প্রদান করছে এবং পৃথকভাবে সন্ত্রাস নিধন অপারেশন চালানোর জন্য আফগানিস্তানে অবস্থান করছে।
মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় কোরেশি একথা বলেছেন। তিনি বলেন, আফগানিস্তানে শান্তি দেখতে চায় পাকিস্তান। পাশাপাশি দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইসলামাবাদ নিজের ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আফগান সংকট সমাধানের জন্য পাকিস্তান সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।
আফগানিস্তানের দ্বন্দ্ব নিরসনের জন্য তালেবান ও আমেরিকা যে আলোচনায় বসেছে তার প্রতিও সমর্থন জানান পাক পররাষ্ট্রমন্ত্রী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মানবাধিকার পরিস্থিতির অবনতি বিষয়ক এক প্রশ্নের জবাবে মেহমুদ কোরেশি বলেন, পাক সরকার বিষয়টি আন্তর্জাতিক সমস্ত ফোরামে উত্থাপন করছে। তিনি জানান, কাশ্মিরের জনগণের দুরবস্থা নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আলাপ করেছেন এবং তার দৃষ্টি আকর্ষণ করেছেন।
iqna