IQNA

নেইনাওয়ায় বোমা নিষ্ক্রিয় করল হাশদ আশ-শাবির সেনারা

2:15 - December 30, 2018
সংবাদ: 2607642
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নেইনাওয়া প্রদেশে সন্ত্রাসীদের পুতে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে হাশদ আশ-শাবির সেনারা।

বার্তা সংস্থা ইকনা: হাশদ আশ-শাবির মিডিয়া ঘোষণা করেছে: আজ হাশদ আশ-শাবির সেনারা সন্ত্রাসী নিধন অপারেশনের জন্য ইমাম রেজা (আ.)এর মাকামের নিকটবর্তী আল-ওয়াদী অঞ্চল এবং তাসখারা গ্রামে প্রবেশ করেছে।
এসময় হাশদ আশ-শাবির সেনারা উক্ত অঞ্চলের স্কুলে সন্ত্রাসীদের রেখা যাওয়া অনেক বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে উক্ত অঞ্চলকে বিপদমুক্ত বলে ঘোষণা দিয়েছে।
iqna

 

captcha