IQNA

সিরিয়ায় দায়েশের গোপন আস্তানা থেকে প্রাচীন দুটি ভাস্কর্য উদ্ধার

22:52 - January 02, 2019
সংবাদ: 2607669
আন্তর্জাতিক ডেস্ক: একটি সংবাদ সূত্র জানিয়েছে, সিরিয়ার হোমস শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের গোপন আস্তানা থেকে প্রাচীন দুটি ভাস্কর্য উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ায় দায়েশ ও তাদের গোপন আস্তানা অনুসন্ধান অভিযানের সময় সেদেশের পূর্বাঞ্চলীয় হোমস শহরের মরুভূমিতে দায়েশের আস্তানা থেকে প্রাচীন মূল্যবান দুটি ভাস্কর্য উদ্ধার ও জব্দ করা হয়েছে।
সন্ত্রাসীরা এই দুটি মূল্যবান মূর্তি তাডমোর শহর থেক চুরি করে পাচারের চেষ্টা করেছিল।
হোমস শহরের এন্টিকুইটিস এবং মিউজিয়াম বিভাগের পরিচালক হেসাম হামিশ বলেন: উদ্ধারকৃত প্রাচীন দুটি মূর্তির মধ্যে একটি মূর্তি হচ্ছে তাডমোরী গোত্রের মূর্তি। মূর্তিটির বা হাতে একটি পাম গাছের শাখার রয়েছে। মূর্তির উপরে তাড়মোরী বর্ণমালায় লেখা কয়েকটি শব্দ লেখা রয়েছে। এটির দৈর্ঘ্য ৪৫ সেন্টিমিটার এবং প্রস্ত ৫৫ সেন্টিমিটার।
তিনি বলেন: অপর মূর্তিটিও তাডমোরী গোত্রের অন্তর্গত। মূর্তিটির কোঁকড়া চুল পিছনের দিয়ে রয়েছে। মূর্তিটি ডান হাত দিয়ে তার পোশাক ধরা রয়েছে। এটির দৈর্ঘ্য ৪৫ সেন্টিমিটার এবং প্রস্ত ৫০ সেন্টিমিটার।
উদ্ধারকৃত দুটি মূর্তি প্রাচীন রোমের অন্তর্গত। উল্লেখ্য, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী এ পর্যন্ত তাদের বাজের সংগ্রহ করার জন্য অনেক প্রাচীন ও ঐতিহাসিক শিল্প চোরাচালানী করেছে।
iqna

 

captcha