IQNA

আফগান শান্তি আলোচনায় মুখোমুখি আমেরিকা ও তালেবান

20:44 - January 26, 2019
সংবাদ: 2607794
আন্তর্জাতিক ডেস্ক: আফগান তালেবানের নতুন রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গনি বারাদার শনিবার কাতারে মার্কিন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে যোগ দিয়েছেন- যাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।

বার্তা সংস্থা ইকনা: সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন বিশ্লেষকরা বলছেন, মোল্লা বারাদার যে এ আলোচনায় অংশ নিচ্ছেন এতেই মনে করা চলে যে- এতদিন থেমে-থেমে চলতে থাকা শান্তি প্রক্রিয়ায় এবার কিছু অগ্রগতি হলেও হতে পারে।
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, মার্কিন কর্মকর্তারা মেনে নিয়েছেন যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। আর তালেবান রাজী হয়েছে যে তারা আল-কায়েদা এবং ইসলামিক স্টেটকে প্রতিহত করবে- যেন তারা বিদেশী বাহিনীর ওপর আক্রমণ চালাতে না পারে।

মোল্লা বারাদার গত বছর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাবার পর গত শুক্রবাই তালেবানের ‘রাজনৈতিক বিষয়ক নেতা’র পদে নিযুক্ত হন।

তার আলোচনায় তার উপস্থিতির ফলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুততর হবে বলে সবাই আশা করছেন। আফগানিস্তানে সংঘাত অবসানের লক্ষ্যে কাতারে ছয়দিন দিন ধরে এই আলোচনা চলছে, যাতে আরো যোগ দিয়েছেন বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ। iqna

captcha