IQNA

স্বায়ত্তশাসিত মুসলিম এলাকা গঠনে ফিলিপাইনে গণভোটের ফলাফল

23:54 - January 27, 2019
সংবাদ: 2607802
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকায় সদ্য অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটে ‘অধিকতর স্বায়ত্ব শাসনে’র পক্ষে ভোট দিয়েছে স্থানীয় অধিবাসীরা। বেসরকারি ফলাফল অনুযায়ী ‘হ্যাঁ ভোট’ জয়যুক্ত হয়েছে। ফলে অধিকতর স্বায়ত্ব শাসন ও সম্প্রসারিত অঞ্চল নিয়ে মুসলিম বাংশোমারো অঞ্চল গঠনের প্রক্রিয়া আরেক ধাপ এগিয়ে গেলো।

বার্তা সংস্থা ইকনা: গত সোমবার (২১ জানুয়ারি)ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও, লানাও দেল সুর, বাসিলান দ্বীপপুঞ্জ, কোটাবাটো ও ইসাবেলার শহর তাওটি-তাওটি ও সুলুতে এই গণভোট অনুষ্ঠিত হয়।

প্রথম পাঁচটি অঞ্চল ‘স্বায়ত্ব শাসিত’ মুসলিম মিন্দানাও প্রদেশে অবস্থিত। শেষের শহর দুটি মিন্দানাওয়ের বাহিরে অবস্থিত।
গণভোটে ভোটারদের কাছে জানতে চেয়েছে যে, তারা মিন্দানাওকে সম্প্রসারিত মুসলিম বাংশোমারো স্বায়ত্ব শাসিত অঞ্চলের সাথে একীভূত হতে চায় কী না? গণভোটের ফলে মিন্দানাও মুসলিম স্বায়ত্ব শাসিত অঞ্চলকে সম্প্রসারিত বাংশোমারো মুসলিম অঞ্চলের সাথে একীভূত করে নতুন আইন পাস করবে দেশটির সরকার।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে,

কোটাবাটো শহরে ‘হ্যা’ ভোট পড়েছে ৩৬ হাজার ৬৮২টি আর ‘না’ ভোট পড়েছে ২৪ হাজার ৯৯৪টি।

মিন্দানাও অঞ্চলে ‘হ্যা’ ভোট পড়েছে ৪ লাখ ৩৩ হাজার ২৭৩টি। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ১৫ হাজার ৯৯০টি।

বাসিলান শহরে ‘হ্যা’ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯৮টি আর ‘না’ ভোট পড়েছে ৬ হাজার ৪৯৬টি।

লানুভীই শহরে ‘হ্যা’ ভোট পড়েছে ১ লাখ ৩৭  হাজার ৮৯১টি আর ‘না’ ভোট পড়েছে ৯ হাজার ৮১৬টি।

সুলু শহরে ‘হ্যা’ ভোট পড়েছে ৫ লাখ ৩  হাজার ৬২৬টি আর ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫২ হাজার ৪৯৩টি।

তাভী তাভী শহরে হ্যা’ ভোট পড়েছে ১ লাখ ৪৩  হাজার ৪৪৩টি আর ‘না’ ভোট পড়েছে ৯ হাজার ৯৪১৯টি।

কাটুবাটু শহরে হ্যা’ ভোট পড়েছে ৩৬  হাজার ৬৮২টি আর ‘না’ ভোট পড়েছে ২৪ হাজার ৯৯৪টি। iqna

 

captcha