IQNA

দায়েশের হাতে একই পরিবারের তিন জন নিহত

10:35 - January 29, 2019
সংবাদ: 2607812
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস ইরাকের আল-আনবার প্রদেশের একই পরিবারের তিন জন সদস্যকে গুলি করে হত্যা করেছে।

বার্তা সংস্থা ইকনা: আল-আনবার প্রদেশের হাদিছা শহরের কাউন্টি কাউন্সিলের প্রধান খালেদ সালমান বলেন: দায়েশের সদস্যরা এই শহরের পশ্চিমাঞ্চলে বসবাসকৃত এক পরিবারের তিন জন সদস্যকে গুলি করে হত্যা করেছে।
তিনি বলেন: নিহতরা মাশরুম সংগ্রহ করায় ব্যস্ত ছিল। এসময় সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে হত্যা করে।
উল্লেখ্য, ২০১৪ সালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের এক-তৃতীয়াংশ জমি দখল করে। তবে বিগত তিন বছরে এই সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে দখলকৃত জমি মুক্ত করা হয়। তবে দায়েশের সদস্যরা এখনও বিভিন্ন অঞ্চলে তাদের সন্ত্রাসীমুলক কার্যক্রম অব্যাহত রেখেছে।iqna

 

captcha