বার্তা সংস্থা ইকনা: কাতারের এ্যাডভমেন্টস মন্ত্রণালয়ের মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার উদ্দেশ্যে সেদেশের আল-হেইরান, লাবরিসাত এবং আল-শেইখ অঞ্চলে নতুন এই তিনটি মসজিদ নির্মাণ করা হয়েছে।
লাবরিসাত মসজিদে এক সাথে ২২০ জন পুরুষ মুসল্লি এবং ৪৮ জন নারী মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আল-শেইখ অঞ্চলের মসজিদে এক সাথে ৫০০ জন পুরুষ মুসল্লি এবং ৭০ জন নারী মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আল-হেইরান অঞ্চলের মসজিদে এক সাথে ৫০০ জন পুরুষ মুসল্লি এবং ৭৫ জন নারী মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
এসকল মসজিদের সাথে পেশ ইমাম ও মুয়াজ্জিনের থাকার কক্ষ এবং ইসলামিক সেন্টার নির্মাণ করা হয়েছে। iqna