IQNA

ওয়াহাবী মুফতির মৃত্যুদণ্ডের সম্ভাবনা

22:18 - February 04, 2019
সংবাদ: 2607866
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিখ্যাত ওয়াহাবী মুফতি শেখ সালমান আওদার আইনজীবী এক বিবৃতিতে এই মুবাল্লিগের মৃত্যুদণ্ডের রায় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ওয়াহাবী মুফতি শেখ সালমান আওদার আইনজীবী প্যারিস থেকে এক বিবৃতিতে বলেছেন: স্বাধিনভাবে নিজের মতামত প্রকাশ করার জন্য সৌদি আরবের মুফতি শেখ সালমান আওদাকে বিচারের সম্মুখীন হতে হয়েছে।
ওয়াহাবিদের মধ্যে সুপরিচিত এই মুফতির আইনজীবী ফ্রাঙ্কোসি জিমেরা বলেন: দোহা ও রিয়াদের মধ্যে বিতর্কের অবসান ঘটানোর জন্য সালমান আওদা ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে একটি টুইট করেন। এই টুইটের জন্য তার মৃত্যুদণ্ড হতে পারে।
উল্লেখ্য, সালমান আওদাকে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে সৌদি আরবের বরিদ শহরে তার নিজ বাসগৃহ থেকে সেদেশর কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে জেদ্দায় নিয়ে যায়।
সৌদি কর্তৃপক্ষ তার সাথে আরও ২০ জনকে গ্রেফতার করেছে। শেইখ সালমান আওদার গ্রেফতারের মুল কারণ হচ্ছে একটি টুইট বার্তা। তিনি টুইট বার্তা লিখেছিলেন: “ইনশাল্লাহ, আল্লাহ পাক আরবদের অন্তরকে নিকটবর্তী করুক। কারণ সব মানুষের ভালো এর মধ্যে রয়েছে।
কাতরের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে টেলিফোন যোগাযোগের পর সৌদি মুফতি শেইখ সালমান আওদার এই টুইট বার্তা লেখেন। iqna

 

captcha