IQNA

ফিনল্যান্ডে পবিত্র ঈদে গাদির পালিত

23:34 - October 23, 2013
সংবাদ: 2607878
আন্তর্জাতিক বিভাগ: ফিনল্যান্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে ২৩শে অক্টোবরে ঈদে গাদির উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিনল্যান্ড ইসলামিক সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, আমিরুল মুমিনিন আলি (আ.) এর বেলায়েত প্রাপ্তির ঘোষণা দিবস উপলক্ষে উক্ত উৎসব অনুষ্ঠান হয়েছে।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠান আহলে বাইয়েত প্রেমীদের উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭ঘটিকায় শুরু হয়েছে।
1305825
captcha