বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলাম গ্রহণের পর ৪০ বছর বয়সী জোরাম ভ্যান ক্ল্যাভারেন বলেন, তিনি তার মন পরিবর্তন করেছেন এবং ইসলাম-বিরোধী একটি বই লিখতে গিয়ে তিনি নিজেকে বদলে নিয়েছেন। গতকাল (মঙ্গলবার) তিনি হল্যান্ডের একটি রেডিও চ্যানেলকে এসব কথা বলেন।
সাবেক এ রাজনীতিক বলেন, বহু কিছুর ভেতর দিয়ে তিনি ইসলামের ছায়াতলে এসেছেন। তিনি জানান, “আমি ইসলামি-বিরোধী বই লিখতে গিয়ে বহু জিনিসের পাল্টা যুক্তি-তর্ক তুলে ধরেছি এবং এগুলো আমার দৃষ্টিভঙ্গিকে নাড়া দিয়েছে।”
ভ্যান ক্ল্যাভারেন ছোটবেলা থেকে অর্থডক্স প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবেশে বেড়ে ওঠেন। এ সম্পর্কে তিনি বলেন, “বহুদিন ধরেই আমি এমন কিছু খুঁজছিলেন। ইসলাম গ্রহণের পর মনে হচ্ছে আমি আমার পথের ঠিকানা পেয়েছি।”
হল্যান্ড সংসদের নিম্নকক্ষে দীর্ঘদিন ধরে ভ্যান ক্ল্যাভারেন বিরামহীনভাবে ইসলাম বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি হল্যান্ডের সংসদ সদস্য ছিলেন।