IQNA

ইউরোপীয় কমিশনার ফর হিউম্যানিটারিয়ান;

ইয়েমেনে প্রতি ৫ জনের মধ্যে ৪ জনের সাহায্যের প্রয়োজন

10:01 - March 02, 2019
সংবাদ: 2608045
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় কমিশনার ফর হিউম্যানিটারিয়ান এড বলেছেন: ইয়েমেনে মানবিক সংকট বেড়েছে। প্রতি ৫ ইয়েমেনির ৪ জনের সাহায্যের প্রয়োজন রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইউরোপীয় কমিশনার ফর হিউম্যানিটারিয়ান এবং ক্রাইসিস ম্যানেজমেন্টের কর্মকর্তা ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস এক বিবৃতিতে ঘোষণা করেছেন: ইয়েমেন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটে অবস্থান করছে। দেশটির প্রতি ৫ জন নাগরিকের মধ্যে ৪ জন্যর সাহায্যের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন: ইয়েমেনের লাখ লাখ মানুষ ক্ষুধায় দিন অতিবাহিত করছে। শুধুমাত্র ইয়েমেনের জনগণদের সাহায্য করলেই এই সমস্যার সমাধান হবে না। বরং সেদেশের রাজনৈতিক সমাধানের মাধ্যমে এই বিষয়টির সমাধান করা সম্ভব।

ক্রিস্টোস স্টাইলিয়ানাইডস আরও বলেন: সকল বাধা উপেক্ষা করে মানবিক সংগঠনগুলোর উচিত ইয়েমেনের জনগণদের সাহায্য করা।

উল্লেখ্য, সৌদি আরব-নেতৃত্বাধীন আরব জোট ২০১৫ সালের এপ্রিল মাস থেকে ইয়েমেনের জনগণের উপর হামলা চালয়ে আসছে। এই হামলা এখনও অব্যাহত আছে। iqna

 

 

captcha