IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

21:28 - March 05, 2019
সংবাদ: 2608066
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের পোর্ট সাইয়িদ শহরে দ্বিতীয়-বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উক্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে শীর্ষ স্থানে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে পোর্ট সাইয়িদ শহরের গভর্নর আদলে আল-গাজবান উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে তিনি তার বক্তৃতায় কুরআনের হাফেজদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন।
এছাড়াও তিনি এই প্রতিযোগিতার আয়োজক কমিটির ধন্যবাদ জানিয়ে এধরণের প্রতিযোগিতার আয়োজন করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, “শেখ আব্দুল বাসেত আব্দুল সম্বাদ” শিরোনামে অনুষ্ঠিত উক্ত কুরআন প্রতিযোগিতায় আরব ও আফ্রিকা থেকে ২৯টি দেশের ৫৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার অনুষ্ঠান শুক্রবারে (১ম মার্চ) শুরু হয়েছে এবং মঙ্গলবার (৫ম মার্চ) পর্যন্ত অব্যাহত ছিল। iqna

 

captcha