IQNA

তুরস্কের মর্দিন শহরে প্রাচীন মসজিদ আবিষ্কার

23:40 - March 06, 2019
সংবাদ: 2608073
আন্তর্জাতিক ডেস্ক: ঘনবৃষ্টি হওয়ার ফলে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মর্দান প্রদেশের সুরক্ষিত দেয়াল ধসে যাওয়ার ফলে একটি প্রাচীন মজিদের অবশেষ দৃশ্যমান হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মর্দান প্রদেশের আর্টোক্লু অঞ্চলের ভারী বৃষ্টিপাতের ফলে এই প্রাচীর ভেঙে পড়ে।

আর্টওয়ার্ক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের গবেষক আমিন সেলচুক ইয়াশার বলেছেন: সম্ভবত প্রাচীন মসজিদের এই অবশিষ্ট অংশ মুহাম্মাদ আল-ক্বাজি (ক্বাজি মুহাম্মাদ) মসজিদের। কিছু উৎসে উল্লেখ করা হয়েছে যে, এখানে এই নামের একটি মসজিদ ছিল।

সেলচুক ইয়াশার আরও বলেন: স্থাপত্য কলেজের গবেষকগণ এই এলাকার পুরাতন ছবিতে একটি গম্বুজ দেখেছে। আর এ জন্য তার এই অঞ্চলে ঐ ছবির প্রাচীন মসজিদটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছিল।

তিনি এই মসজিদের অবশেষ আবিষ্কারের পর খুশি হয়ে বলেন: ধারণ করা হচ্ছে এই মসজিদটি কমপক্ষে ১০০ বছর পূর্বে ধ্বংস করা হয়েছে।

তুরস্কের ইউনেস্কো জাতীয় কমিশনের পরিচালক অধ্যাপক মুরাত চাগালিয়ান বলেন: ১৯৩০ সালে আব্দুল গানি আফান্দির লিখিত একটি গ্রন্থে তিনি এই এলাকায় মুহাম্মাদ আল-ক্বাজি মসজিদের কথা উল্লেখ করেছেন। তিনি এই বইয়ে আরও উল্লেখ করেছেন যে, এখানে কবরস্থানও ছিল।

চাগালিয়ান আরও বলেন: এই মসজিদটি নির্মাণের জন্য যে পাথর ব্যবহার করা হয়েছে তা দেখে বোঝা যায় যে, এটি সপ্তম হিজরিতে নির্মাণ করা হয়েছে। iqna

 

 

captcha