IQNA

মুসলিম দেশে পোপের দ্বিতীয় সফর

19:49 - March 28, 2019
সংবাদ: 2608216
আন্তর্জাতিক ডেস্ক: শনিবার মরক্কোয় পৌঁছাবেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। পোপ ফ্রান্সিসের আগমনকে সামনে রেখে দেশটির বিভিন্ন ক্যাথলিক সম্প্রদায় রাবাতের ক্যাথাড্রেলে জড়ো হয়েছে। তারা পোপকে সামনে থেকে একনজর দেখতে চায়।

বার্তা সংস্থা ইকনা: রাবাতের আর্চবিশপ ক্রিস্টোবাল লোপেজ রোমেরো এই ঘটনাকে ‘অমূল্য সুযোগ’ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, তার এই আগমন এটাই প্রমাণ করে যে আমরা বিভেদের চেয়ে একতাকে বেশি গুরুত্ব দেই।
স্প্যানিশ আর্চবিশপ সমাগত মানুষের উদ্দেশে বলেন, ‘আপনারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন।’ মরক্কোর কর্তৃপক্ষ জানিয়েছে, বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের আমন্ত্রণে পোপ এই দুই দিনের সফরে আসছেন।

১৯৫৬ সালে স্বাধীনতা লাভের আগে মরক্কোতে প্রায় ৩০ হাজার থেকে ৩৫ হাজার ক্যাথলিক ছিল। তখন সেখানে ২শ’টির বেশি ক্যাথলিক গির্জা ছিল। এখন দেশটিতে মাত্র ৪৪টি গির্জা আছে। iqna

 

captcha