বার্তা সংস্থা ইকনা: গতকাল সকালে আফগান সেনাবাহিনী আকাশ পথে চাপাদারা এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের গোপন আস্তানায় হামলা চালানো শুরু করে। সেনাবাহিনীর এই হামলায় দায়েশের পচ জন সদস্য নিহত হয়েছে।
আফগানিস্তানে বিগত বেশ কয়েক বছর যাবত সেদেশের নিরাপত্তা বাহিনী ও দায়েশের সদস্যদের সাথে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এরফলে হাজার হাজার ব্যক্তি হতাহত হয়েছেন।
দায়েশ তথা আইএস প্রধানত আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে নিজেদের বিভিন্ন ধরণের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে এই সন্ত্রাসী গোষ্ঠী সেদেশের পূর্বাঞ্চল দখল করার চেষ্টা iqna