IQNA

ব্যর্থতার দায়ে শ্রীলংকার প্রতিরক্ষা সচিবের পদত্যাগ

19:50 - April 25, 2019
সংবাদ: 2608413
আন্তর্জাতিক ডেস্ক: ইস্টার সানডেতে বোমা হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো।

বার্তা সংস্থা ইকনা: ফার্নান্দো রয়টার্সকে বলেছেন, রোববারের ওই হামলার ঘটনায় তার দিক থেকে কোনো ব্যর্থতা ‘না থাকলেও’ তার অধীন বাহিনী ও সংস্থাগুলোর ব্যর্থতার দায় তিনি নিজের ঘাড়ে নিচ্ছেন।    

“গোয়েন্দা সতর্কবার্তা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার দেশের পুলিশ প্রধান ও প্রতিরক্ষা সচিবকে পদ ছাড়ার নির্দেশ দেয়ার একদিন পরই তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।

ফার্নান্দো রয়টার্সকে বলেন, রোববারের ওই হামলার ঘটনায় তার দিক থেকে কোনো ব্যর্থতা না থাকলেও তার অধীন বাহিনী ও সংস্থাগুলোর ব্যর্থতার দায় তিনি এড়াতে পারেন না। তিনি বলেন, যে গোয়েন্দা তথ্য তাদের হাতে এসেছিল সেগুলো নিয়ে তাদের সবগুলো সংস্থাই কাজ করছিল।

উল্লেখ্য যে, রোববার বোমা গির্জা ও হোটেলে বোমা বিস্ফোরণের ফলে ৩৫৯ জন নিহত হওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেদেশের পুলিশ প্রধান ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগ করার জন্য আহ্বান  জানান। iqna

 

captcha