বার্তা সংস্থা ইকনা: মিশরের এন্ডোভমেন্টস মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে, মসজিদসমূহের বাহিরের স্পিকার দিয়ে শুধুমাত্র আজান ও জুমার খুতবা সম্প্রচার করা হবে।
এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ক্লাস, দোয়া এবং অন্যান্য নামাজের জন্য মসজিদের ভিতরের স্পিকারসমূহ ব্যবহার করতে হবে।
বিবৃতিতে আরও উল্লেখিত হয়েছে যে, মিশরের কিছু মসজিদে মুসল্লিদের সংখ্যা অনেক বেশ হয়। বিশেষ করে পবিত্র রমজান মাসে। এক্ষেত্রে মসজিদের বাহিরের স্পিকারসমূহ ব্যবহার করার জন্য এন্ডাউমেন্ট মন্ত্রণালয়ের ধর্মীয় বিভাগের প্রধানের নিকট থেকে অনুমতি নিতে হবে। iqna