IQNA

অস্ত্র মুক্ত অঞ্চল গোলানে প্রবেশ করলো ইসরাইলী ট্রাংক

17:34 - May 03, 2019
সংবাদ: 2608466
আন্তর্জাতিক ডেস্ক: অস্ত্র মুক্ত অঞ্চল গোলানে ইহুদিবাদী ইসরাইলী ট্রাংক প্রবেশ করেছে। এক সংবাদ উৎস এই খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলী ট্রাংকসমূহ অ্যালন লাইন অতিক্রম করে অস্ত্র মুক্ত অঞ্চল গোলানে প্রবেশ করেছে। জাতিসংঘ ১৯৭৪ সালে এই অঞ্চলকে অস্ত্র মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী অবিলম্বে এই অঞ্চলের উদ্দেশ্য রওনা হয়েছে।

এছাড়াও, সিরিয়ার সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় ব্রাভো লাইনে সতর্ক অবস্থায় অবস্থান করছে।

উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে সন্ত্রাসী গোষ্ঠী জাবহাতুন নুসরার সদস্যদের নিধনের জন্য সিরিয়ার সেনাবাহিনী বিশেষ অপারেশন চালানোর সময় ইহুদিবাদী ইসরাইলী সেনার এই পদক্ষেপ গ্রহণ করেছে।  iqna

 

 

captcha