IQNA

হামলার আশঙ্কায় নেদারল্যান্ডের মসজিদে বাড়তি নিরাপত্তা

21:05 - May 07, 2019
সংবাদ: 2608501
আন্তর্জাতিক ডেস্ক: এই রমজানে নেদারল্যান্ডসের মসজিদগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার থেকে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: নেদারল্যান্ডসের ইসলামিক সংস্থাগুলো জানিয়েছে, মুসলিমদের ওপর কোনো ধরনের পরিকল্পিত হামলার আশঙ্কা করছে না তারা।
এর আগে নেদারল্যান্ডসের বেশ কয়েকটি মসজিদে পৌর এলাকার নিজস্ব সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছিল। এ বিষয়ে দেশটির ইসলামী সংগঠনগুলোর প্ল্যাটফর্মের পরিচালক মোহাম্মদ বুয়িম জানান, গত বছর আমরা মসজিদগুলোতে নজরদারিও করেছি।

কিন্তু এই বছর সদস্যদের বাড়তি প্রশিক্ষণ কোর্স করানোর পাশাপাশি মসজিদগুলোতে নজরদারি করতে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ব্যবস্থা আগে ছিল না। মসজিদগুলো নিরাপদ রাখতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে দু’টি সন্ত্রাসী হামলা চালানো হয়। সে সময় একজন চরমপন্থী দু’টি মসজিদে নামাজের সময়ে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করে। গত মাসে ওয়াদ্দিনজভিনে একটি মসজিদের সভাপতিকে মারধর করে দুইজন উগ্রবাদী লোক। অন্য দিকে গত বছর ড্রেচটেনে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়। iqna

 

 

captcha