IQNA

ইসরাইলে সরকার গঠনে ব্যর্থ নেতানিয়াহু

19:02 - May 30, 2019
সংবাদ: 2608637
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোট সরকার গঠন করতে না পারায় ইসরাইলের আইনপ্রণেতারা পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে সম্মতি দিয়েছে। ফলে আগামী ১৭ সেপ্টেম্বর দেশটিতে নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: গত মাসে নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও বুধবার মধ্যরাত পর্যন্ত জোট সরকার গঠন করতে ব্যার্থ হয়েছে নেতানিয়াহু। ইসরাইলের ইতিহাসে এই প্রথমবার কোনও প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হয়েছে।

ইসরাইলের সংবিধান অনুসারে, নির্বাচিত হওয়ার পর সরকার গঠনের সময়সীমা ছিল বুধবার মধ্যরাত। কিন্তু এই সময়ের মধ্য নেতানিয়াহু সরকার গঠনে ব্যর্থ হলে আইনপ্রণেতারা সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাবে ভোট দেন। ভোটে ৭৪-৪৫ ব্যবধানে পাস হয় পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব।

এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ১২০টি আসনের মধ্যে লিকুদ পার্টি ৩৫টিতে জয়ী হলে পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে ছিলো নেতানিয়াহু। কিন্তু সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিয়েবারম্যানের ন্যাশনালিস্ট ইসরাইল বেইটেনু পার্টির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেননি।

প্রেসিডেন্ট রুভেন রিভলিন সরকার গঠনের জন্য পার্লামেন্টের অন্য কোনও সদস্যকে মনোনীত করতে পারেন বলে নেতানিয়াহু নতুন নির্বাচন ঘোষণা করেছেন। iqna

captcha