IQNA

৪১ বছর পর ইন্দোনেশিয়ার ইন্ডিপেন্ডেন্স মসজিদ পুনর্নির্মাণ

23:12 - May 31, 2019
সংবাদ: 2608646
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার ইন্ডিপেন্ডেন্স মসজিদটি এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বৃহত্তম মসজিদ। এই মসজিদটি ২০১৯ সালের মধ্যে সম্পূর্ণ রূপে পুনর্নির্মাণ করা হবে।

বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রী লোকমান হাকিম সাইফ উদ্দিন এ ব্যাপারে বলেছেন: এই মসজিদটি ১৯৭৮ সালে উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর ২০১৯ সালে প্রথম বারের মতো সম্পূর্ণ রূপে মসজিদটি পুনর্নির্মাণ করা হবে।

তিনি বলেন: জাকার্তায় একটি বড় মসজিদ থাকা আবশ্যক, যাতে করে এই বড় মসজিদে একসাথে ৬০ থেকে ৭০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে।

ইন্দোনেশিয়ায় অবস্থিত ইরানী কালচারাল অ্যাটেশে জানিয়েছেন, ইন্ডিপেন্ডেন্স মসজিদটি পুনর্নির্মাণের জন্য দুইটি সরকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছে। Waskita Karya কোম্পানিকে ঠিকাদারের দায়িত্বে দেওয়া হয়েছে এবং Virama Karya কোম্পানিকে নির্মাণ ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৯ সালের মধ্যে মসজিদটির স্থাপত্য, মেকানিক্যাল সিস্টেম, পানির পাইপ এবং বিদ্যুতের কাজসহ অন্যান্য স্থানসমূহ পুনর্নির্মাণ করা হবে। iqna

 

 

captcha