বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সালাহ আল-দীন প্রদেশের অপারেশন কমান্ডার ক্যাপ্টেন সাদ মুহাম্মদ ঘোষণা করেছেন: শনিবার সকালে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা ইরানের টহল পুলিশের উপর হামলা চালিয়েছে।
তিনি বলেছেন, সশস্ত্র সন্ত্রাসীদের এই হামলায় নিরাপত্তা বাহিনী এক সদস্য নিহত ও অপর তিন জন আহত হয়েছেন।
কমান্ডার ক্যাপ্টেন সাদ মুহাম্মদ বলেছেন: ইরাকের সালাহ আল-দীন প্রদেশের “আল-ফারহাতিয়া” এলাকায় সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। iqna