IQNA

পরীক্ষায় ছাড়াই ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হাফেজদের

6:02 - July 04, 2019
সংবাদ: 2608827
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্কঃ ইন্দোনেশিয়ার সরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘সফলতার পথ’ শীর্ষক কর্মসূচীতে ভর্তি পরীক্ষা ছাড়াই হাফেজদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছে।

জাকার্তা পোষ্টের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইন্দোনেশিয়ার কিছু কিছু যুবকদের দৃষ্টিতে কুরআনের কারায়াত এক ধরনের বিশেষত্ব যা ধর্মের সাথে সম্পৃক্ত।

তারা শৈশবেই পবিত্র কুরআন শিখে এবং কৈশরে হেফজ করে। আর এরই ভিত্তিতে সরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পবিত্র এ প্রচেষ্টার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করতে আগ্রহী।

দেশটির সরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্তমানে এমন একটি প্রকল্প তৈরী করছে যাতে ‘সফলতার পথ’ শীর্ষক কর্মসূচীর আওতায় হাফেজদের জন্য ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ থাকছে। তবে নির্দিষ্ট কিছু সাবজেক্টে তারা ভর্তি হতে পারবে।

ধারণা করা হচ্ছে, ‘সফলতার পথ’ কর্মসূচীতে সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর শতকরা ১১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি হবে।#3824277

 

captcha