IQNA

৪ কূটনীতিক বন্দির মুক্তির দাবি জানালো ইরান

20:55 - July 05, 2019
সংবাদ: 2608839
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৩৭ বছর আগে লেবানন থেকে অপহৃত দেশটির চার কূটনীতিবিদ এখনও ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক রয়েছেন। ইরানি এ চার কূটনীতিবিদের মুক্তির জন্য তেল আবিবের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে তেহরান।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: অপহরণের ৩৭তম বার্ষিকী উপলক্ষে আজ(শুক্রবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। উত্তরাঞ্চলীয় লেবাননের বারবারা চেকপয়েন্ট থেকে ১৯৮২ সালে এ চার কূটনীতিবিদকে অপহরণ করা হয়েছিল। অপহৃত কূটনীতিবিদরা হলেন আহমাদ মোতেওয়াসেলিয়ান, সাইয়্যেদ মোহসেন মুসাভি, তাকি রাস্তেগার মোকাদ্দাম এবং কাজেম আখাওয়ান।

ইহুদিবাদী ইসরাইলের তাবেদার বাহিনী তাদেরকে অপহরণ করেছিলো। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ এবং আলামতের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে অপহরণের পর কূটনীতিবিদদের ইহুদিবাদী ইসরাইলের কাছে তুলে দেয়া হয়। পরে তাদেরকে অধিকৃত ভূখণ্ডে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা ইসরাইলি কারাগারে আটক রয়েছেন।

এ ঘটনার সময় মার্কিন মদদপুষ্ট ইসরাইলি বাহিনী লেবানন দখল করে রেখেছিল। ইরানি চার কূটনীতিবিদের অপহরণের মতো সন্ত্রাসী ঘটনার জন্য ইহুদিবাদী ইসরাইল ও তাদের মদদদাতাকে আইনগত ও রাজনৈতিক ভাবে দায়ী করছে ইরান।

গত ৩৭ বছরে তাদের মুক্ত করতে তেল আবিবের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বের মানবাধিকারের কথিত ধ্বজাধারীদের কঠোর নিন্দা করেছে ইরান। পাশাপাশি এ সব কূটনীতিবিদের ভাগ্যে কি ঘটেছে তা জানার ক্ষেত্রে সহায়তা দানের জন্য লেবাননের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।  iqna

captcha