বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাশিয়ার জন্য ৫ হাজার হাজীর সংখ্যা বৃদ্ধি করায় এবছর ২৫ হাজার হাজী সৌদি আরবে যাবেন।
২০১৯ সালে রাশিয়ার ৬৪টি স্থান থেকে মুসলমানেরা হজ পালন করবেন। এসকল হাজীদের মধ্যে অধিকাংশ হাজী উত্তর ককেশাসের নাগরিক। এই অঞ্চলের প্রধান এলাকাগুলি হলো দাগেস্তান, চেচনিয়া, তাতারস্তান, বাশকোটোস্টান এবং ইঙ্গুশিয়া।
রাশিয়া একটি এশিয়ান-ইউরোপীয় দেশ। এর অধিকাংশ নাগরিক অর্থোডক্স খ্রিস্টান। দেশটির দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ইসলাম। iqna