বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফ্রিকার “রিসালাতে তৌসিয়া” ইন্সটিটিউটের সদস্যদের তাবলীগের ফলে ঘানার উত্তর-পূর্বাঞ্চলের ইয়াবালা গ্রামের ৪৭৩ জন নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ঘানার “নালরাগু” প্রদেশের ইয়াবালা গ্রামে ১২০০ জন বাসিন্দা রয়েছে। এরমধ্যে পূর্বে ৩২০ জন বাসিন্দা মুসলমান ছিলেন। বর্তমানে এই গ্রামের ৪৭৩ জন বাসিন্দা মুসলমান হয়েছেন।
আফ্রিকার “রিসালাতে তৌসিয়া” ইন্সটিটিউট এই এলাকার মুসলমানদের জন্য ইসলামিক শিক্ষার ক্লাস নিচ্ছে।
এই ইন্সটিটিউটি একটি তাবলীগ মূলক সংগঠন। আফ্রিকা মহাদেশে এটি সক্রিয় রয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ ও কুপ খনন করা ছাড়াও বিভিন্ন পন্থায় মুসলমানদের সহায়তা প্রদান করে।
বর্তমানে ইয়াবালা গ্রামে কোন মসজিদ নেই। আর এই কারণে এই গ্রামের মুসলমানেরা জামাত সহকারে নামাজ আদায়ের জন্য মসজিদ নির্মাণ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং মসজিদ নির্মাণের জন্য মুসলমানেরা সহায়তা প্রদান করেছেন। iqna