IQNA

মক্কা থেকে হারিয়ে যাওয়া হজযাত্রীর খোঁজ মেলেনি সাত দিনেও

21:07 - July 30, 2019
সংবাদ: 2608992
সাত দিনেও সন্ধান মেলেনি পবিত্র হজ পালন করতে সৌদি আরব যেয়ে মক্কা থেকে হারিয়ে যাওয়া রংপুরের মোঃ মোকসেদুল হকের। তিনি গত ১০ জুলাই মক্কা গিয়েছিলেন এবং ১১ জুলাই বিকালের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মোকসেদুল হক সরকারী ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের বিজি৩১১৭ ফ্লাইটে গত ১০জুলাই সৌদি আরব এসেছিলেন। হজ মিশনের আইটি সেলের তথ্য অনুযায়ী তিনি মক্কার ইব্রাহীম খলিল রোডে মেসফালা একালার ৭ লুলুয়াত আনোয়ার আল রাওদাহ হোটেলে উঠেছিলেন।

বুধবার এই বিষয়ে মক্কা বাংলাদেশ হজ অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, মোকসেদুল হককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমরা একটা অভিযোগ পেয়েছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি উনাকে খুঁজে বের করার। খুঁজে পাওয়ার সাথে সাথে তার স্বজনদের জানানো হবে বলেও জানানো হয়।

বাবার সন্ধান চেয়ে সৌদি আরবের বাংলাদেশ হজ মিশনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন মোকসেদুল হকের ছেলে কামরুল হাসান। কেউ মোকসেদুল হকের সন্ধান পেলে ০১৭১৮৯০৯৯৩২ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। বিডি প্রতিদিন

 

captcha