IQNA

সুদানে বিক্ষোভে শতাধিক মানুষ নিহতের ঘটনায় আটক ৯

20:46 - August 03, 2019
সংবাদ: 2609016
আন্তর্জাতিক ডেস্ক: সুদানে অন্তর্বর্তী সরকার গঠনে সাংবিধানিক ঘোষণায় ঐক্যমত্যে পৌঁছেছে সামরিক পরিষদ ও বেসামরিক প্রতিনিধি দল। চলমান সংকট নিরসনে মধ্যস্থতার দায়িত্বে থাকা আফ্রিকান ইউনিয়ন শনিবার (৩ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এদিকে, গত ৩ জুন সরকারবিরোধী বিক্ষোভে শতাধিক মানুষ নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আধা-সামরিক বাহিনীর ৯ সদস্যকে আটক করেছে সামরিক পরিষদ।
সুদানের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে দেশটির দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ ও বেসামরিক প্রতিনিধি পরিষদের মধ্য চলছে আলোচনা। সরকার গঠনে সাংবিধানিক ঘোষণায় উভয়পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে বলে নিশ্চিত করে মধ্যস্থতাকারী আফ্রিকা ইউনিয়নের প্রতিনিধি মোহাম্মদ হাসান লেবাত। এ বিষয়ে বিস্তারিত না জানালেও সরকার গঠনের কিছু কৌশলগত বিষয়ে আরও কিছুদিন আলোচনা চলবে বলে জানিয়েছে সামরিক পরিষদ।
এদিকে, দেশটির দায়িত্বে থাকা সামরিক পরিষদের বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলনে গত ৩ জুন শতাধিক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা আধা-সামরিক বাহিনীর সদস্য বলে নিশ্চিত করেন, সামরিক পরিষদের মুখপাত্র।
সামরিক পরিষদের মুখপাত্র সামস আল-দিন কাব্বাসি বলেন, আন্দোলনে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি আমরা।
আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী মোহাম্মদ হাসান লেবাত বলেন, শান্তিপূর্ণ গণবিক্ষোভে নিরপরাধ শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলা চালানোর নিন্দা জানাচ্ছি। তবে, ওই বর্বর হামলায় জড়িতদের আটক করায় আমরা খুশি। আশা করি, সামরিক পরিষদ অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবে।
বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডে জড়িতদের আটকের ঘটনায় রাজধানী খার্তুমে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন সাধারণ মানুষ। পতাকা উঁচিয়ে নারী ও শিশুরা এতে অংশ নেয়।  iqna

captcha