বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গতকাল ৩য় আগস্ট ঘোষণা করেছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে এক সামরিক ঘাটিতে আনসারুল্লাহ বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় বেশ কয়েক জন সৌদি সেনা নিহত হয়েছে।
সৌদি সেনাদের যাতায়াত পথে আনসারুল্লাহর সেনারা বোমা পুতে রেখেছিল এবং সেই বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েক জন সৌদি সেনা নিহত হয়েছে।
সৌদি আরব ও আমিরাতের নেতৃত্বে কয়েকটি আরব দেশ নিয়ে গঠিত জোট বাহিনী ইয়েমেনের পদত্যাগ প্রাপ্ত প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদিকে গদিতে ফিরিয়ে আনার জন্য ২০১৫ সালের ২৬শে মার্চে ইয়েমেনে ব্যাপক হামলা চালায়। সৌদির রাজনৈতিক লক্ষ্য পূরণ ও মধ্যপ্রাচ্যে তাদের ক্ষমতা শক্তিশালী করার জন্য মধ্যপ্রাচ্যের সবথেকে দরিদ্র দেশে তারা এই পাশবিক হামলা চালাচ্ছে। সৌদি আরবের এই হামলার ফলে ইয়েমেনের লক্ষাধিক নাগরিক নিহত হয়েছেন।
এছাড়াও এই যুদ্ধের ফলে ইয়েমেনের লক্ষ লক্ষ নাগরিক ক্ষুধা ও দুর্ভিক্ষের এক মারাত্মক সঙ্কটের মধ্যে অবস্থান করছেন। জাতিসংঘ একটি প্রতিবেদনে ইয়েমেনের এই দুর্ভিক্ষকে বৃহত্তম মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছে। iqna