IQNA

মিশরে বধিরদের জন্য কুরআনিক স্কুল + ছবি

20:44 - August 23, 2019
সংবাদ: 2609129
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের মিনিয়া প্রদেশে বধির ছেলে ও মেয়েদের জন্য প্রথমবারের মতো কুরআনিক স্কুল উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআন প্রশিক্ষণ ও ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য স্কুলটি উদ্বোধন হয়েছে। বধির ছেলে ও মেয়েদের অনুরোধে মিনিয়া প্রদেশের এনডোমেন্টস বিভাগ এই স্কুলটি নির্মাণ করেছে।

মিনিয়া শহরের উমরাভী মসজিদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। মিশরের সকল বধির ছেলে ও মেয়েরা এই স্কুলে কুরআন ও ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারবে।
ইশরায় কুরআন হেফজ ও তাফসির, ধর্মীয় শিক্ষা, নবীর (সা.) সুন্নত, নামাজ এবং হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর গল্পসহ অন্যান্য ধর্মীয় বিষয়বস্তু স্কুলের পাঠ্যসূচী হিসেবে নির্ধারণ করা হয়েছে।
মিশরের এনডোমেন্টস মন্ত্রণালয়ের প্রতিনিধি শেইখ সালামা আব্দুর রাজ্জাক এ ব্যাপারের বলেছেন: বধিরদের কুরআন ও ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য এটিই প্রথম স্কুল।  iqna

captcha